কে সাজালো

 কে সাজালো

খাদিজা বেগম 


সূর্য কেন চাঁদের সাথে 

করলো এত আড়ি, 

এক আকাশে থাকে তবু 

ভিন্ন কেন বাড়ি।।


অন্ধকারে চাঁদের বাড়ি 

চাঁদ সেখানে থাকে, 

তার আলোতে রাতের কালো 

ধীরে ধীরে ঢাকে।

সূর্য থাকে আলোর মাঝে 

সেথায় আলোর কাড়ি।।


সূর্য ছড়ায় আলো আর তাপ

চন্দ ছড়ায় জোছনা,

মেঘ মেঘে ছরায় বৃষ্টি 

পাহাড় ঝড়ায় ঝর্না।।


পাহাড় চূড়ায় মেঘের বাড়ি 

মাটির বুকে পাহাড়,

এমন সুন্দর কে সাজালো

বাড়ি কোথায় তাহার?

কে বাঁধিল জলের ঘাটে 

নৌকা সারি সারি।।

Comments

Popular posts from this blog

জ্ঞানী আর মূর্খ

জীবন নামের বৃক্ষ

কুমন্ত্রণা দেয়া শয়তান