হতে পারি চুরি

 হতে পারি চুরি 

খাদিজা বেগম 


তুমি যদি চুরি করো

আমি হতে পারি চুরি, 

চুরি হওয়ার জন্য আমি 

তোমার আশেপাশে ঘুরি।।


চুরি করো চুরি করো

 চুরি কর আমার এই মন দেহ, 

চুপি চুপি চুরি করো 

আমি ছাড়া জানাবে না আর কেহ। 

মনের বাগান খোলা আছে 

চুরি করো আমার ফুলের ঝুড়ি।


ঝুড়ি ভরা ঐ ফুল আছে 

ঐ ফুল ভরা আছে ফুলের মধু,

চুরি করো চুরি করো 

তুমি আমায় চুরি করো বন্ধু।।


চুরি করে তৃষ্ণা মেটায় 

একটুখানি ফুলের মধু দিয়া, 

মধুর ভারে ভারী লাগে 

জ্বলে পুড়ে যাচ্ছে আমার হিয়া। 

তুলার মতো হালকা হয়ে 

চলো দুজন প্রেম আকাশে উড়ি।।

Comments

Popular posts from this blog

জ্ঞানী আর মূর্খ

জীবন নামের বৃক্ষ

কুমন্ত্রণা দেয়া শয়তান