নারীর সম্মান

 নারীর সম্মান 

খাদিজা বেগম 


নারীর সম্মান দিতে হবে 

নারীর সম্মান নারী জাতির পাওনা,

পাওনা সম্মান তবু কেন 

কৃপণতার কারণে তা দাও না।। 


অন্য লোকের মায়ের প্রতি 

সম্মান দেখাও নিজের মায়ের মত, 

ছেলেরা মা হোক মেয়ের মা হোক 

কারো মায়ের মন করো না ক্ষত।

সকলের মা ভালো থাকুক 

বলো বলো তোমরা কি তা চাওনা?


আজ যে মেয়ে জন্ম নিল 

ভবিষ্যতে মা হবে তো সেও, 

তাই মেয়েদের নারীত্বকে 

শ্রদ্ধা ভক্তির সাথে সম্মান দিও।।


ছোট বড় সব নারীকে 

মানুষ ভেবে মানবতা দেখাও, 

ছোট থেকে সন্তানদের কে 

নারীর প্রতি সম্মান রাখা শেখাও।

কুপ্রবৃত্তি ঝেড়ে ফেলে 

মানুষ হয়ে নারীর জয় গান গাও না।

Comments

Popular posts from this blog

জ্ঞানী আর মূর্খ

জীবন নামের বৃক্ষ

কুমন্ত্রণা দেয়া শয়তান