সাগর রুনি

 

সাগর রুনি
খাদিজা বেগম

রক্ষক সেজে হাসু আপা ভক্ষণ করলো
সাগর রুনি সহ অগুনিত নিষ্পাপ প্রাণ,
হাসু আপা মানব রূপে একটা দানব
তার ভক্ষণ থেকে দেশ প্রেমিক পায় না ত্রাণ।

হাসু আপার দয়া ভিনদেশীদের জন্য
তার খুব মায়া বেশি অর্থ সম্পদ টাকাতে,
হাসু আপা ভীষণ পাক্কা পাচারকারী
তাইতো তাহার কোন অর্থ সম্পদ নাই ঢাকাতে।

হাসু আপা মিথ্যা কথার একটা কারখানা
অভিনয়ে পাক্কা তিনি খুব বড় অভিনেত্রী,
অন্যায় অনিয়ম জুলুম অত্যাচার
করতে করতে সেতো নিজেকে ভেবে বসলো সাবেত্রী।

তখন স্রষ্টা সহ্য করলো না তার কান্ড
ছাত্ররা এমন লাথি দিল ছেড়ে গেল দেশ,
হাসুর দেশ ছাড়াতে ভক্তদের ক্লেস
ঐ ভক্তদের লাথি দিলেই দেশের কষ্ট শেষ।

#সাগররুনি #সচেতনগরীক #khadijabegum #খাদিজাবেগম #yunusgovernment #বরিশাল #বাংলাদেশ #fatihaayat
১৪+১৬+১৪+১৬

Comments

Popular posts from this blog

জ্ঞানী আর মূর্খ

জীবন নামের বৃক্ষ

কুমন্ত্রণা দেয়া শয়তান