কাঁচা মাটির খাঁচা
কাঁচা মাটির খাঁচা
খাদিজা বেগম
একটা কাঁচা মাটির খাঁচায়
দুইটা পাখি আসে আর যায়,
একটা পাখি আসলে পরে
খাঁচা ছেড়ে আর একটা যায়।।
কাঁচা মাটি এই খাঁচা টা
পাখি ছাড়া ভেঙে যাবে,
এমন পাখি কে গড়েছে
এত সুন্দর নিপুণ ভাবে?
ধরা যায় না ছোঁয়া যায় না
বন্দি করার ণেই তা উপায়।।
একটা থাকে ঘুমের ঘোরে
আর একটা ঘুম ভাঙার পরে,
কোন দিন জানি যাবে উড়ে
আর আসবে না খাচার ঘরে।।
সারা জীবন শুনছি এমন
খাঁচায় পোষে পোষা পাখি,
একটু ভেবে উল্টা দেখি
খাঁচা পুষে রাখে পাখি।
খাঁচা কাঁদে পাখির মায়ায়
পাখি যদি ফিরে না আয়।।
Comments
Post a Comment