মিলনের পালা

 মিলনের পালা 

খাদিজা বেগম 


যেদিন থেকে এই গলাতে 

পড়েছিলাম তোমার প্রেমের মালা,

সেদিন থেকে এই জীবনটা 

যেন আমার হলো ফালা ফালা।।


তোমার মালার সুবাস এত 

সেই সুবাসে তাল হারিয়ে ফেলি, 

শত ফুলে গাঁথা মালা 

জুই চামেলি বকুল হেনা ভেলি।

সয় না প্রাণে সয়না দেহে 

তোমার মালার এত কঠিন জ্বালা।।


আমার গলায় বসে মালা 

তোমার নামের তবজি যপে জোরে,

এই মালাটায় জাগিয়ে দেয়

রাতের শেষে খুব সকালের ভোরে।


এই মালাটায় ভিতর থেকে 

আমায় ধরে তোমার কাছে টানে,

তোমার সকল আদেশ নিষেধ 

শুনিয়ে দেয় আমার কানে কানে।

বিরহ ক্ষণ শেষ হয়েছে 

এলো বুঝি আজ মিলনের পালা।।

Comments

Popular posts from this blog

জ্ঞানী আর মূর্খ

জীবন নামের বৃক্ষ

কুমন্ত্রণা দেয়া শয়তান