শপথ নিয়ে ছিলাম
শপথ নিয়ে ছিলাম
খাদিজা বেগম
থাকবো আমি বধু সেজে
তুমি যদি বরের সাজে আসো,
হৃদয় দিয়ে বাসবো ভালো
তুমি যদি আমায় ভালোবাসো।।
বিয়ের আগে প্রেম হবে না
তোমায় আমি তা জানিয়ে দিলাম,
বর কে ছাড়া মন দেবো না
মনে মনে শপথ নিয়ে ছিলাম।
শপথ ভাঙ্গার অপরাধে
এই শরীরটা হতে পারে লাশও।।
আমার ভালো চাইলে তুমি
মন চেয়ো না বিয়ের আগে আমার,
এই আমাকে বিয়ে করার
বল শুনি কি যোগ্যতা তোমার??
প্রেমের নামে মন হারিয়ে
কাঁদতে আমি পারবো না গো কভু,
বিয়ের পরেই প্রেমের সময়
বলে দিছেন সৃষ্টিকর্তা প্রভু।
দায়িত্বশীল পুরুষ হলেই
করবো বিয়া এবার তুমি হাসো।।
Comments
Post a Comment