হারামজাদা
হারামজাদা
খাদিজা বেগম
আমাদের এক প্রতিবেশী
আমরা ডাকি তারে দাদা,
মানবতা নাই ভিতরে
মানব রূপি একটা গাধা।।
হাত হারালো পা হারালো
অন্ধ হলো কতো মানুষ,
তখন দাদা কাঁদলো না তো
করলা না তো একটু আফসোস।
৩২ নাম্বার ভাংছি বলে
দাদা কেঁদে কেঁদে কাদা।।
শিশু গুলো মারলো যখন
পাখির মত গুলি করে,
তখন দাদা দেখতে পায়নি
এখন দাদার অশ্রু ঝরে।।
দাদা পাগল দিদির প্রেমে
আমাদেরকে চেনে না তাই,
ভালো হয়ে যাও গো তুমি
বলছি তোমায় দাদা মশাই।
দাদা বলি দাদাই থেকো
বলতে চাইনা হারামজাদা।।
Comments
Post a Comment