গানে গানে উৎসব
গানে গানে উৎসব
খাদিজা বেগম
বাউলা গানে একতারা আর
বাঁশি বাজাই ঢোল পিটিয়ে নাচি,
গানে গানে উৎসব চলে
বাঙালিরা গান ছাড়া কি বাঁচি??
জন্ম উৎসব ধর্ম উৎসব
বিয়ে উৎস ছেলে খৎনার উৎসব,
গণঅভ্যুত্থান ঘিরেও গান
সব বিষয়ে গান আমাদের গৌরব।
যুদ্ধের মাঠে ধুম চলে গান
ধান কাটাতে গান গায় শ্রমিক চাষি।।
বেদনার গান আনন্দ গান
মিলনের গান বিরহেরও গাই গান
এই গান ছাড়া বাঁচেনা প্রাণ
ভিন্ন ঋতুর ভিন্ন গানের বাগান।।
গানে গানে তারে ডাকে
তার স্মরণে কাঁদি গানে গানে,
নতুন করে বলবো কি আর
অন্তর্যামী আমার সবি জানে।
গানে গানে ক্ষমা চেয়ে
তার চরণে নয়ন জলে ভাসি।।
Comments
Post a Comment