সাদা ধবধবে মন

 

সাদা ধবধবে মন
খাদিজা বেগম

স্বচ্ছ সাদা ধবধবে মন
খুব প্রয়োজন সবার মাঝে রাখা,
কর্ম হয়ে চিন্তা ছড়ায়
যায় না কবু তা কখনো ঢাকা।।

চিন্তা ভাবনা পঁচে গেছে
তার কাজকর্ম দূর গন্ধময় হবে,
মানুষ নয় তো মানব কর্ম
পৃথিবীতে অমর হয়ে রবে।
তাইতো সবার আগে লাগে
নিজের ভেতর নৈতিকতা থাকা।।

পানির কাছে পানি ছুটে
তেমনি ছোটে ময়লার কাছে ময়লা,
স্বর্ণের খনি স্বর্ণ দেবে
কয়লার খনি দেবে শুধু কয়লা।।

যার ভেতর যা রাখিবে
তাইতো প্রকাশ হবে কাজেকর্মে,
পাপকে আমরা ঘৃণা করব
এটাই আছে সকল মানব ধর্মে।
পাপকে যারা বাসবে ভালো
তাদের প্রতি থুথু ঘৃণা মাখা।।

Comments

Popular posts from this blog

জ্ঞানী আর মূর্খ

জীবন নামের বৃক্ষ

কুমন্ত্রণা দেয়া শয়তান