যুবক
যুবক
খাদিজা বেগম
খুব প্রচন্ড প্রেমের ক্ষুধা
যখন কারো হৃদ মাঝারে জাগে,
তখন কিছুই ভয় করেনা
তাকে তখন বীরের মতো লাগে।।
যুবক বয়সে যে প্রেম আসে
তা আসেনা বৃদ্ধ লোকের মাঝে,
দেশের জন্য প্রাণ দিয়েছে
যুবক সমাজ সত্য ন্যায়ের কাজে।
যুবকের প্রেম সূর্যের মতো
যখন যুবক জ্বলে ওঠের রাগে।।
এই পৃথিবী সাক্ষী আছে
আছে স্বর্ণ ইতিহাসে লেখা,
যুবক দৃষ্টি গভীর দৃষ্টি
যেথায় মেলে সুন্দর সৃষ্টির দেখা।।
দেশের প্রেমে যুবক সেরা
তেমনি সেরা মানব প্রেমে যুবক,
নৈতিকতায় ভরা যুবক
যেন স্বপ্নে দেখা হিরার চুম্বক।
যুগে যুগে এই যুবকরা
দেশ গড়েছে নিজের জীবন ত্যাগে।।
Comments
Post a Comment