ফাগুন এলেই

 ফাগুন এলেই 

খাদিজা বেগম 


ফাগুন এলেই কোকিল ডাকে 

মিষ্টি বাতাস বয়ে বেড়ায় রাত দিন,

পলাশ, শিমুল, কৃষ্ণচূড়ার 

রঙে রঙে মন হয়ে যায় রঙিন।।


মহুয়া আর দোলনচাঁপার 

গন্ধে গন্ধে মন আনন্দে নাচে, 

কোকিলের গান শুনে শুনে

মন কোকিলা হেলে দুলে হাসে।

মাদার ফুলে আলতা পরে 

রক্ত কাঞ্চন ভাব ধরেছে কঠিন।।


ফাগুন হাওয়ায় উড়ে উড়ে 

ঘুরে বেড়ায় মিষ্টি ফুলের সুবাস,

সেই সুবাসে পথ হারিয়ে 

কত অলি হয়ে গেলো উদাস।।


পারুল মাথায় দেবদারু ফুল 

দেবার জন্য দেব হয়েছে পাগল,

পারু চাইছে দেবের সাথে 

এই ফাগুনে হতে নতুন যুগল।

নতুন যুগল পুরান যুগল 

সব যুগলের জীবন হোক অমলিন।।

Comments

Popular posts from this blog

জ্ঞানী আর মূর্খ

জীবন নামের বৃক্ষ

কুমন্ত্রণা দেয়া শয়তান