শুকনো পাতার মত

 শুকনো পাতার মত

খাদিজা বেগম 


আমার দুটি নয়ন যেন 

ঝরে পড়া শুকনো পাতার মত,

কাঁদতে কাঁদতে শুষ্ক হলো

ছিল আমার নয়নের জল যত।।


স্বপ্নগুলো ঝরে গেল 

খুব নীরবে চোখের কান্না হয়ে,

দেখলে না তা দেখেও তুমি

পাঁজর ভাঙলো কষ্টের বন্যা হয়ে।

এই হৃদয়টা খুব রক্তাক্ত

বইবো কত রক্ত ঝরা ক্ষত।।


বুকের মাঝে কষ্টের পাহাড় 

তাইতো আমার সুখ অনুভব হয় না, 

দুই নয়নের ঘুম এলে ও 

সুখের স্বপ্ন আমায় ধরা দেয় না।।


সুখ হয়েছে চির শত্রু 

আমার দুঃখ হলো চির মিত্র, 

তাইতো এখন সুখ দেখি না 

চারিদিকে দুঃখ দিবা রাত্র।

মন বুঝলে না বুঝেও তুমি 

আপন হয়েও রইলে পরেরে মত।।

Comments

Popular posts from this blog

জ্ঞানী আর মূর্খ

জীবন নামের বৃক্ষ

কুমন্ত্রণা দেয়া শয়তান