বন্ধু শত্রু
বন্ধু শত্রু
খাদিজা বেগম
মনের আকাশ বিষন্ন খুব
রোদ নাই আবার বৃষ্টি ও নাই,
মন খারাপের মহা উৎসব
সুখ নাই আমার দুঃখ ও নাই।।
চোখ ভিজিয়ে কাঁদার জন্য
আমার একটা শত্রু ও নাই,
মনটা খুলে হাসার জন্য
আমার একটা বন্ধু ও নাই।
আমি যেন জিন্দা মরা
পোড়া পোড়া মন পোড়া ছাই।।
এক জীবনে বন্ধু, শত্রু
পাশাপাশি দুটোই লাগে,
নইলে জীবন মরার মতন
মন মরে যায় মরার আগে।।
এক জীবনে যেমন লাগে
আনন্দ, সুখ, হাসি, কান্না,
তেমনি লাগে প্রেম, বিরহ
নাইবা থাকুক হীরা, পান্না।
কোথায় গেলে বন্ধু, শত্রু
পাশাপাশি একসাথে পাই??
Comments
Post a Comment