কবিতার বই
কবিতার বই
খাদিজা বেগম
তুমি আমার কবিতার বই
পাতা উল্টায় আর তোমাকে পড়ি,
তুমি আমার প্রতিটা ক্ষণ
আমার হাতের সোনা রঙের ঘড়ি।।
খুব সকালে ঘুম তাড়িয়ে
তোমায় দেখে নিদ্রা থেকে জাগি,
ঘুমের আগে তোমায় খুঁজি
এপাশ-ওপাশ করি তোমার লাগি।
তোমার মঙ্গল কামনাতে
আমার দুই হাত তুলে দোয়া করি।।
জনম জনম থেকো তুমি
মায়াবী মন নিয়ে আমার পাশে,
আমার হাসি আনন্দ সুখ
তোমার ভালোবাসা থেকে আসে।।
ভালোবাসা পাওয়ার আশায়
নিভু নিভু জীবন প্রদীপ বাঁচে,
ভালোবাসার ছোঁয়া পেলে
মন ময়ূরী পেখম মেলে নাচে।
ভালোবাসা নিতে হবে
খুব যতনে ভালবেসে গড়ি।।।
Comments
Post a Comment