তুইতোকারি

 তুইতোকারি 

খাদিজা বেগম 


কথায় কথায় তুইতোকারি

সভ্য মানুষ সহ্য করতে পারেনা, 

তুচ্ছ বিষয় তুইতোকারি

অসভ্য লোক কভু বলতে ছাড়ে না।।


পান থেকে চুন খসলে পড়ে 

যাদের মুখে তুইতোকারি আসে,

সুস্থ জীবন যাপন করতে 

কেউ পারেনা তাদের আশেপাশে। 

তিল কে ওরা তাল বানিয়ে 

কথায় ভাঙে হৃদয় হাতে মারে না।


অসভ্য লোক লোক সমাজে 

ভালো থাকে ঘরে করে দ্বন্দ্ব,

সভ্য লোকে ভালো রাখে

ভালো থাকে হোক না সময় মন্দ।।


খোঁচা দিয়ে ব্যঙ্গ করে 

কথা বলা কাপুরুষের কর্ম, 

সুন্দরভাবে কথা বলো 

এই আদেশটা দিছে মহান ধর্ম।।

যে অন্যের ভুল ধরতে ব্যস্ত 

সে তো নিজের ভুল কখনো সারে না।।

Comments

Popular posts from this blog

জ্ঞানী আর মূর্খ

জীবন নামের বৃক্ষ

কুমন্ত্রণা দেয়া শয়তান