কেন এত ব্যথা

 

কেন এত ব্যথা 

খাদিজা বেগম 


যে অন্তরে তুমি থাকো 

সেই অন্তরে কেন এত ব্যথা? 

এত করে ডাকি তোমায় 

তবু কেন তুমি কও না কথা??


তুমি যদি নীরব থাকো 

নীরব হয়ে যাবে আমার দেহ, 

তোমার আছে কত জনা 

আমার নাই তো তুমি ছাড়া কেহ।

ওগো দয়াল কও কথা কও 

নত করে বলছি আমার মাথা।।


তুমি যদি ফিরে না চাও 

আমার এমন দুঃখ কষ্টের ক্ষণে,

প্রাণ হারাবো মরে যাবো 

এক পৃথিবী কষ্ট নিয়ে মনে।।


আমি যদি যাই মরিয়া 

কেমন করে ডাকবো তোমায় আমি, 

দাও সারা দাও আমার ডাকে 

ওগো আমার প্রাণের অন্তর্যামী। 

আমায় ডেকে ডেকে আমার 

ডুবে যাচ্ছে দুই নয়নের পাতা।।





Comments

Popular posts from this blog

জ্ঞানী আর মূর্খ

জীবন নামের বৃক্ষ

কুমন্ত্রণা দেয়া শয়তান