মুক্ত করো

 মুক্ত করো 

খাদিজা বেগম 


লোভ লালসা মুক্ত করো

যুক্ত করো তোমার সাথে আমায়,

সুন্দর করো উজ্জ্বল করো

না হলে কি তোমার সাথে মানায়??


নির্মূল করো হিংসা বিদ্বেষ 

বিকশিত করো আমার হৃদয়,

মঙ্গল করো সাবধান কর

অপচয় যে না করি এই সময়।

আমি আঁধার পথের পথিক 

তুমি ছাড়া নাই তো কোনো উপায়।।


 নিরুপায় নয় ভরোসা দাও 

নির্ভয় কারো সাহস যোগাও তুমি,

তোমায় বিনে ধ্বংস হবো 

আমি হবো ধুধু মরুভূমি।।


আধার নিঝুম তিমির রাতে 

আমায় করো আলোকিত, 

তোমায় ভালোবেসে আমি 

হইনা যেন কলঙ্কিত।

কলুষিত অন্তর আমার 

বিকশিত করো তোমার দয়ায়।।

Comments

Popular posts from this blog

জ্ঞানী আর মূর্খ

জীবন নামের বৃক্ষ

কুমন্ত্রণা দেয়া শয়তান