জাবিন

 জাবিন 

খাদিজা বেগম 


আঁধার কালো রাত্রি কেটে 

আসবে আলোকিত স্বপ্নের সেই দিন,

নীল আকাশে রং ছড়িয়ে 

এই পৃথিবী হয়ে উঠবে রঙ্গিন।।


শীতের শেষে পাতা ঝরে 

ফাগুন এসে ভরে নতুন পাতায়,

ফুলের কুঁড়ি ঘ্রান ছড়িয়ে 

ফুল ফুটিয়ে পৃথিবীটা মাতায়।

জীবন শুধু হয় না সহজ 

মাঝে মাঝে হয়ে ওঠে কঠিন।।


জীবন করতে হয় উপভোগ 

তিক্ত কঠিন সময় ভালবেসে,

কালোর পরে আলো যেমন 

 তিতার পরে মিষ্টি অবশেষে।।


দুঃখ আসবে কষ্ট আসবে 

তেমনি করে আসবে ভালোবাসা,

দুঃখ কষ্ট যন্ত্রনাতেও  

কেউ ছেড়ো না স্রষ্টার ওপর আশা।

যার যার দায়িত্ব তার তার উপর 

কেউ নেবে না কারো কোনো জাবিন।।

Comments

Popular posts from this blog

জ্ঞানী আর মূর্খ

জীবন নামের বৃক্ষ

কুমন্ত্রণা দেয়া শয়তান