মানুষ হ
মানুষ হ
খাদিজা বেগম
ওরে ও ও চাঁদাবাজি
আবার তোরা মানুষ হ,
সাদা কেও সাদা ক রে
কালা কেও কালা ক।।
মানুষ যদি না হয় মানুষ
সমাজ, রাষ্ট্র বাঁচে না,
মানুষ থাকে স্বাধীন মানুষ
টাকা পয়সার দাসে না।
ল যাই সত্য ন্যায়ের পথে
সত্য ন্যায়ের পথে ল।।
আর কতকাল ধান্দাবাজি
চান্দাবাজি চালাবি?
অসৎ পথে আজ চলিলে
কাল তো ঠিকই পালাবি।
ন্যায় হলো ভাই রক্ষাকারী
সে তো কাউকে মারে না,
অন্যায় হলো ধ্বংসকারী
সে তো কাউকে ছাড়ে না।
পাপ অন্যায়ে শেষ না হয়ে
আবার তোরা মানুষ হ।।
Comments
Post a Comment