তুমি তো এলেনা

 তুমি তো এলেনা 

খাদিজা বেগম  


কত ফাগুন এলো গেল 

কই তুমি তো এলে না, 

তোমায় খুঁজে পাগল পারা 

তবু দেখা দিলে না।।


আমায় দেখো আড়াল থেকে 

আমি তোমায় দেখি না, 

তুমি জানো মনের কথা 

তাই তোমাকে লেখি না।

তোমায় ছাড়া একটি দিনও 

ওগো আমার চলে না।।


মন কাননে বসত কর 

আমার ভেতর তোমার ঘর, 

তোমার নামে লিখে দিলাম 

দিলাম আমার এই অন্তর।।


ফাগুনের ফুল ফুটে ফুটে 

ঘ্রাণ ছড়িয়ে ঝরে যায়,

প্রাণ ভোমরা লুটে লুটে 

 মধু খেয়ে উড়ে যায়।

আমার এই মন প্রাণ যারে চায় 

সে তো কথা বলে না।।

Comments

Popular posts from this blog

জ্ঞানী আর মূর্খ

জীবন নামের বৃক্ষ

কুমন্ত্রণা দেয়া শয়তান