ফোটা ফুলের ঘ্রাণ
ফোটা ফুলের ঘ্রাণ
খাদিজা বেগম
আগুন পানি দুই এর মাঝে
শোনো ও মন আমার তোমার অবস্থান,
ওই আগুনে পুড়ে যাবে
ওই পানিতে ডুবে যাবে খুব সাবধান।।
পাপ আর পূর্ণ নিয়ে জীবন
পাপ করো না ইচ্ছে করে ভুবনে,
নিজের ইচ্ছায় পূর্ণ করো
অনিচ্ছায় যে পাপ হয় রয় না জীবনে।
ইচ্ছা করে পাপ করিলে
ধীরে ধীরে বাড়বে তোমার অপমান।।
মানব জীবন অমূল্য ধন
মূল্য দিয়ে তুমি কিনতে পারবে না,
যার জীবন সে নিয়ে যাবে
ধরলে একবার কারো কথায় ছাড়বে না।।
যত বেশি নৈতিকতা
পুষে রাখবে চর্চা করবে ভিতরে,
তত বেশি মনুষ্যত্ব
আস্তে আস্তে গড়ে উঠবে অন্তরে।
হাওয়ায় হাওয়ায় মান ছড়াবে
ছড়িয়ে যায় যেমন ফোটা ফুলের ঘ্রাণ।।
Comments
Post a Comment