হাসির দামে কান্না

 হাসির দামে কান্না 

খাদিজা বেগম 


মিথ্যে মায়ার বাঁধন দিয়ে 

আমার হৃদয় নিয়ে গেছো তুমি,

তখন তোমায় বিশ্বাস করে 

আজ হয়েছি পাগল পাগল আমি।।


হাসির দামে কান্না কিনে 

এখন আমি ভাসি চোখের জলে,

ভালোবাসা সর্বনাশা 

আজ ভালো নেই ভালোবাসার ফলে।

নষ্ট কাঁচে পা কেটেছি 

ভুল করেছি তোমায় ভেবে দামি।।


মূল্যহীনা কাঁচের টুকরা 

হীরা ভেবে গলায় পড়ে ছিলাম,

ঘাড়ে এখন ঘা হয়েছে 

আমার জীবন হচ্ছে যেন নিলাম।।


তোমার সাথে দেখা হয়ে 

দিনে দিনে বাড়লো আমার কষ্ট,

ফুলের মত সুন্দর জীবন 

ধীরে ধীরে হয়ে গেল নষ্ট।

কত ভালো বেসেছিলাম

শুধু জানে আমার অন্তর্যামী।।


Comments

Popular posts from this blog

জ্ঞানী আর মূর্খ

জীবন নামের বৃক্ষ

কুমন্ত্রণা দেয়া শয়তান