মিথ্যা হলো মেঘের মত
মিথ্যা হলো মেঘের মত
খাদিজা বেগম
মিথ্যা হলো মেঘের মতো
যা বেশি ক্ষণ টিকে না,
সত্য হলো সূর্যের মতো
মেঘে ঢেকে থাকে না।।
বৃষ্টি হয়ে মেঘ ঝড়ে যায়
কিংবা উড়ে বাতাসে,
সূর্য থাকে স্থির হয়ে
সারাটা ক্ষণ আকাশে।
মেঘ হয়ে যায় বাঁকা তেড়া
সূর্য কভু বাঁকে না।।
মিথ্যা বলা মানুষ গুলো
ধ্বংস হবে অচিরে,
সত্য বলা মানুষ গুলো
মুক্তি পাবে অধীরে।।
মেঘ, কুয়াশা দূরে ঠেলে
সূর্য আলো ছড়াবে,
তেমনি করে সত্যবাদী
সৎ কাজে হাত বাড়াবে।
সত্যবাদী সাহসী লোক
কোন ভয় তো রাখে না।।
Comments
Post a Comment