পরিবার
পরিবার
খাদিজা বেগম
পরিবার মানে শুধু স্বামী-স্ত্রী এর বাহিরে
যারা তারা সকলেই হলো মেহমান,
তা হোক না নিজের পিতা-মাতা, ভাই-বোন অথবা নিজের ঔরস থেকে জন্ম নেয়া সন্তান।।
কারো জন্য নিজেদের ভিতরে দন্দ করা যাবে না
দন্দ করলে সম্পর্ক কভু ভালো রবে না,
মন্দ সম্পর্কটা যে কোন সময় ভেঙে যেতে পারে
তা দুজনার কারো জন্য ভালো হবে না।
আমাদের বাবা-মা মরে যাবে মৃত্যুর প্রয়োজনে
ভাই-বোন যাবে তাদের নয়া সংসারে,
জীবনের প্রয়োজনে চলে যাবে সব সন্তানেরা
শুধুই দুজনে রবে দুজনার ধারে।
প্রিয় সব বন্ধু বান্ধব গল্প কিংবা চায়ের আড্ডা
কালের সাথে সাথে সব যাবে হারিয়ে,
মৃত্যুর আগ পর্যন্ত স্বামী-স্ত্রীরা রয়ে যাবে
মায়া মমতায় ভালবাসায় জড়িয়ে।
অনেক বেশি ভালোবেসে সম্মান করো শ্রদ্ধা করো
স্বামী-স্ত্রীর এই পবিত্র সম্পর্কটারে,
এই পৃথিবীর সেরা সম্পর্ক স্বামী-স্ত্রীর সম্পর্ক
খুব আদরে আদরে যত্নে রেখো তারে।
যে স্ত্রী ভালো তার স্বামীর কাছে, সে ভালো তার
অদ্বিতীয় বড় মহান স্রষ্টার কাছে,
যে স্বামী ভালো তার স্ত্রীর কাছে, সেও ভালো তার
স্রষ্টার কাছে এমনটাই তো ধর্মে আছে।
স্বামী স্ত্রী দুজন যদি দুজনা কে ভালবেসে
ডুবে থাকে দুজনার মধুময় প্রেমে,
এই সংসারের আর সমাজের অশান্তি আহাজারি
ধীরে ধীরে একেবারে শেষ হবে কমে।
স্বর্গ থেকে নেমে আসবে অমৃত হাসি আনন্দ সুখ
এত কঠোর কঠিন পৃথিবীর বুকে,
প্রতি প্রাণে প্রাণে থাকবে তখন হাসিখুশির উৎসব
আকাশে বাতাসে বইবে হাওয়া সুখে সুখে।।
১৮+১৬+১৮+১৬
Comments
Post a Comment