হানডেট পারসেন্ট সত্য
হানডেট পারসেন্ট সত্য
খাদিজা বেগম
বাঁচবো নাকি তা জানি না
মরে যাবো হানডেট পার্সেন্ট সত্য,
মিথ্যে আমার এই বাড়ি ঘর
মিথ্যে মিথ্যে সকল আধিপত্য।।
রূপের আগুন নেভে যাবে
যৌবন জোয়ার মরুভূমি হবে,
কত রাজা মহারাজা
আসলো গেলো কেউ রইল না ভবে।
থাকতে সময় করো রে মন
তুমি তোমার স্রষ্টার আনুগত্য।
ধরলে মরণ ছাড়বে না আর
আমায় নেবে ঘরের বাহির করে,
তোমরা সবাই আগাই দেবে
তোমাদের ঐ হাতে হাতে ধরে।।
এমন ভাঙ্গা ভাঙবে দেহ
শক্তিশালী মরণ নামের ঝড়ে,
এই দেহটা নিথর হয়ে
খুব নীরবে থাকবে তখন পরে।
মরার আগে মন মরো না
নিজের ভিতর রেখে ঐ ঔদ্ধত্য।।
Comments
Post a Comment