তুমি এলেই
তুমি এলেই
খাদিজা বেগম
আমি জানি তুমি এলেই
বৃষ্টি নামবে মনের উঠান জুড়ে,
তুমি ছাড়া চৈত্রের খরা
এই হৃদয়টা আমার যাচ্ছে পুড়ে।।
আমি জানি তুমি এলেই
কোকিল ডাকবে,ফুলে ফুলে ভরবে,
তুমি ছাড়া কোথায় যাবো
কে আমাকে একটু আদর করবে?
এত কাছে আসলে কেন
তুমি থাকবেই যখন দূরে দূরে।
আরো একবার এসো তুমি
বৃষ্টি হয়ে সাহারার এই বুকে,
এই দুটি চোখ কাঁদবে আবার
তোমায় কাছে পাবার সুখে সুখে।।
তুমি এলেই আসবে জোয়ার
এই বালুচর ভরবে কানায় কানায়,
উড়ে এসো পাখির মত
ভালোবেসে ভালোবাসার ডানায়।
মন পাপিয়া গান গাহিয়া
তোমায় ডাকে ভালোবাসার সুরে।।
Comments
Post a Comment