ফেব্রুয়ারি
ফেব্রুয়ারি
খাদিজা বেগম
ফাগুন এলেই পুষ্প ফোটে
আমাদের ভাই বীর শহীদদের বরণে,
ফেব্রুয়ারির ২১ তারিখ
ফুলগুলো যায় বীর শহীদদের স্মরণে।।
বীর শহীদদের স্মরণ করে
কারো হাতে একমুঠো ফুল চোখে জল,
ধীরে গতিতে এগিয়ে যায়
দৃঢ় করে অশ্রুসিক্ত মনোবল।
মায়ের ভাষায় কথা বলি
তাদের জীবন বিলিয়ে দেবার কারণে।।
রফিক শফিক জব্বার সালাম
নাম না জানা আরও কত বীর শহীদ,
আমরা কভু ভুলবো না ভাই
ভুলবো না কেউ গৌরব উজ্জ্বল সেই অতীত।।
ফেব্রুয়ারির ২১ তারিখ
বাংলার রাজপথ হয়ে গেলো লাল,
৫২ সালের এই দিনটাকে
এই পৃথিবী মনে রাখবে চিরকাল।
এই অন্তরের মধ্য থেকে
অগণিত সালাম তাদের চরণে।।
Comments
Post a Comment