তিস্তার পানি

 তিস্তার পানি 

খাদিজা বেগম 


তিস্তার পানি চাইতে চাইতে 

বাংলার মানুষ ছটফটিয়ে মরে,

তবু দাদায় পানি দেয় না 

স্বার্থপরের মত রাখে ধরে।।


পানি ছাড়া নদ বাঁচে না 

বাঁচে নাতো জেলে, কৃষক, শ্রমিক,

দয়া চাইনা ভিক্ষা চাইনা 

পাওনা পানি দিয়ে হও মানবিক।

মুখে বলো বন্ধু বন্ধু 

কাজ করো তো শত্রুর মতো করে।।


পানি ছাড়া মাছ হবে না 

চাষ হবে না জমি থাকবে পতিত,

এই অত্যাচার সইবো না আর 

ভাল্লাগেনা এত দিয়ে পিরিত।।


নেবার কালে আছে দাদা 

দেবার কালে খুঁজে না পাই তারে,

চেয়ে দেখো কত মানুষ 

পানি পানি করে তিস্তার পাড়ে।

ন্যায্য পাওনা ফিরিয়ে দাও 

পানি জন্য চোখের পানি ঝরে।।

Comments

Popular posts from this blog

জ্ঞানী আর মূর্খ

জীবন নামের বৃক্ষ

কুমন্ত্রণা দেয়া শয়তান