বাবা ছাড়া আমি

 বাবা ছাড়া আমি 

খাদিজা বেগম 


বাবা ছাড়া আমি যেন 

নিঃশ্বাস ছাড়া দেহের মত,

সারাটাক্ষণ রক্তক্ষরণ 

আমার হৃদয় ভরা ক্ষত।।


বাবা ছাড়া কেউ বোঝে না 

এই হৃদয়ে কি বেদনা?

বাবা ছাড়া কেউ বলে না 

চাঁদের টুকরা আর কেঁদো না। 

তুমি হাসলে গ্ৰাণ ছড়িয়ে 

পুষ্প ফোটে শত শত।।


বাবা ছাড়া এই হৃদয়ে 

হাজার হাজার ব্যাথার পাহাড়,

বাবা ছিল আমার জন্য 

স্রষ্টার শ্রেষ্ঠ এক উপহার।।


বাবার সাথে শেষ হয়েছে 

বেঁচে থাকার সকল আশা, 

আজ কত দিন পাইনা আমি 

আমার বাবার ভালোবাসা।

বাবার জন্য হৃদয় কাঁদে 

দিবানিশি অবিরত।।

Comments

Popular posts from this blog

জ্ঞানী আর মূর্খ

জীবন নামের বৃক্ষ

কুমন্ত্রণা দেয়া শয়তান