আমার চাওয়া
আমার চাওয়া
খাদিজা বেগম
আমায় একটু শক্তি দিও
তোমায় যেন করতে পারি অনুভব,
আমায় একটু বুদ্ধি দিও
তোমায় যেন ভাবতে পারি আমার সব।।
আমার ভিতর ভক্তি দিও
তোমায় যেন ডাকতে পারি মন ভরে,
আমার ডাকে সাড়া দিও
যখন তোমায় ডেকে ডেকে চোখ ঝরে।
তোমার প্রতি রেখো আমার
সত্য- সুন্দর শ্রদ্ধা ভরা মনোভাব।।
আমার মুখে শক্তি দিও
চাইতে পারি যেন তোমার করুণা,
চলার পথে আলো দিও
আমায় ঘিরে রেখো তোমার অরুণা।।
আমায় একটু দৃষ্টি দিও
তোমায় যেন দেখতে পারি সবখানে,
আমায় তুমি ক্ষমা করো
ক্ষমা না চাই যদি আমার অজ্ঞানে।
আমার চাওয়া পূরণ করো
তোমার কাছে নাই কিছুই অসম্ভব।।
Comments
Post a Comment