অসৎ সঙ্গে সর্বনাশ
অসৎ সঙ্গে সর্বনাশ
খাদিজা বেগম
অসৎ থেকে দূরে থাকো
অসৎ সঙ্গে সর্বনাশ,
সত্য ন্যায়ের কাছে থেকো
সত্যের সঙ্গে স্বর্গবাস।।
ভেবে চিনতে গড়ে তোলো
তুমি তোমার বন্ধুত্ব,
যার নীতি নাই সে বুঝবে না
ন্যায় বিচারের গুরুত্ব।
নৈতিকতার কাছে তুচ্ছ
এই জীবনের শ্বাস নিঃশ্বাস।।
যার কাছে নাই নৈতিকতা
সে নিকৃষ্ট হায়েনা,
তারে কভু মানুষ বলে
বিশ্বাস করা যাবেনা।।
জেনেশুনে পাপ করিলে
পাইতে হবে তার সাজা,
তোমার পাপের সাক্ষী তিনি
বিচার করবেন যেই রাজা।
নৈতিকতা পায়ে ফেলে
মানুষ হয় না টাকার দাস।।
Comments
Post a Comment