কথা কয় না

 কথা কয় না 

খাদিজা বেগম 


কতটা দিন হয়ে গেল 

ময়নার সাথে আমার কথা হয় না, 

এত কেন ব্যথা লাগে 

এ মনে আর এত ব্যাথা সয়না।।


মনের ভিতর জ্বলে পুড়ে 

শ্রাবণের ঢল নামে দুটি নয়নে,

এই বিরব প্রাণে সয় না 

আবার কবে মিলন হবে দুজনে?

ভালবেসে পুষে ছিলাম 

আদর করে ডেকে ছিলাম ময়না।।


আগের মত আজও ডাকি 

ময়না ময়না মিষ্টি সুরের গান ধরে, 

তবু ময়না ফিরে চায় না।

চিরনিদ্রায় চলে গেছে অন্তরে।।


ময়না ছাড়া শূন্য এ বুক 

আমার বড় একা একা লাগে রে, 

বেঁচে থাকতে ভাল্লাগেনা 

বারে বারে মরণের স্বাদ জাগে রে।

এত ডাকা ডাকি আমি 

তবু আমার ময়না কথা কয় না।।




Comments

Popular posts from this blog

জ্ঞানী আর মূর্খ

জীবন নামের বৃক্ষ

কুমন্ত্রণা দেয়া শয়তান