তোমায় খুঁজি
তোমায় খুঁজি
খাদিজা বেগম
মনের ভিতর আছো বলে
লোকের ভিতর আমি তোমায় খুঁজি,
বারে বারে এই মনে হয়
তুমি আমায় খুঁজিতেছো বুঝি।।
মন গভীরে তোমারি ঘ্রাণ
তোমার ঘ্রাণে মন উতালা আমার,
কোথায় গেলে পাবো তোমায়
পাবো আমি তোমার ছোঁয়া আবার।
রাত নিশিতে তোমায় খুঁজি
ঘুমের ঘোরে খুঁজি দুচোখ বুজি।।
অনুভবে অনুক্ষণে
মনে মনে পাই তোমাকে আমি,
তুমি ছাড়া নাই কিছু আর
এই জীবনে অন্য কিছু দামি।।
প্রথম যেমন ছুঁয়েছিলে
দাও ছুঁয়ে দাও আমায় তেমন করে,
তোমার ছোঁয়া পাওয়ার জন্য
দুই নয়নে শ্রাবন ধারা ঝরে।
আমার কাছে আছে শুধু
তোমারি প্রেম ভালবাসার পুঁজি।।
Comments
Post a Comment