কুহু কুহু গাইছে

 কুহু কুহু গাইছে 

খাদিজা বেগম 


ফুলে ফুলে মধু ভরা 

দুলে দুলে অলি করে পান,

ফাগুন সুরে তানপুরাতে

আঙ্গুল লেগে বেজে ওঠে ঐকতান।।


হিমেল হাওয়ায় দোল খেলে যায় 

কচি কচি কচি সবুজ পাতার গায়,

এমন দিনে আমার মনে 

লজ্জা শরম রেখে দিয়ে তোমায় চায়।

পাগল পাগল করলো আমায়

নদীর বুকে জেগে ওঠা কলতান।।


শীতের শেষে উঠল ভেসে 

চারিদিকে ফুলে ভরা কুঞ্জবন, 

অলি করে আসা-যাওয়া 

এমন ক্ষণে তোমাকে খুব প্রয়োজন। 


কৃষ্ণচূড়ার লালে লালে 

আমার এ মন রঙিন রঙিন হয়েছে,

লজ্জা রাঙায় লাজুক লাজুক 

এই মন আমার শুধু তোমায় চেয়েছে। 

প্রেম কাননে ফুল ফুটেছে

মন কোকিলা কুহু কুহু গাইছে গান।।

Comments

Popular posts from this blog

জ্ঞানী আর মূর্খ

জীবন নামের বৃক্ষ

কুমন্ত্রণা দেয়া শয়তান