দাবার গুটি

 

দাবার গুটি
খাদিজা বেগম

আমরা সবাই দাবার গুটি
পৃথিবীটা যেন একটা দাবার বোর্ড,
এই খেলাটা খেলাও তুমি
শুধু তোমার হাতেই থাকে এর রিমোট।।

কাউকে রাখো অতি উচ্চে 
কাউকে তুমি নামিয়ে দাও খুব নিচে,
কাউকে ঘুরাও পথে পথে
কেউ বা হারায় ঘুরে ঘুরে তার দিশে।
তুমি সাজাও তুমি খেলাও
তুমি তুলে রাখ সবার সব নোট।।

কাউকে তুমি দিয়ে রাখছো
অশেষ অর্থ লাগামহীনা ক্ষমতা,
যা খুশি তাই করে বেড়াই
সবাই যেন বাধ্য মানতে তার কথা।।

সব ক্ষমতার মালিক তুমি
তাইতো নামাও তুমি তারে ঘার ধরে,
যে ভুলে যাই তোমার বাণী
তার ক্ষমতা নিমেষেই দাও শেষ করে।
দেহ নামের এই শরীরে
পাপ আর পুণ্যের খেলা চলে বেঁধে জোট।।

মাঝে মাঝে এমন দেখায়
এক সামান্য সৈনিক রাজা কে আটকায়,
কি যে দারুন খেলা খেলো
ও দয়াময় তোমার খেলা বোঝা দায়।
কি দিয়া যে মন বানাইছো
সবার মনে হাসি ভরা কান্নার চোট।।

Comments

Popular posts from this blog

জ্ঞানী আর মূর্খ

জীবন নামের বৃক্ষ

কুমন্ত্রণা দেয়া শয়তান