কলঙ্কিনী

 কলঙ্কিনী 

খাদিজা বেগম 


আমি হবো না তো কলঙ্কিনী 

কভু যাবো না তো কুঞ্জ বনে,

যতই এ মন উরু উরু করুক 

কথা বলবো না তো তোমার সনে।।


তোমায় প্রেম পিপাসায় মন শুকিয়ে 

যায় যদি যাক পাতার মতো ঝরে,

আমার হৃদয় ভেঙ্গে চুরে যদি 

শুকনো পাতার মত মর্মর করে।

তবু একা একা থাকবো আমি 

একাকার তো হবো না দুই জনে।।


তোমায় কাছে পাবার আশায় যদি 

আমার নয়ন জেগে থাকে রাতে,

তবু তোমায় মন দেবো না আমি 

ঘুমের ঔষধ খাবো নিজের হাতে।।


মানব প্রেমে ভিশন জ্বালাপোড়া 

পুড়ে পুড়ে ছাই হয়ে যায় দেহ,

যাদের পুড়ে তারাই শুধু জানে

তা জানে না অন্য মানুষ কেহ।

দুটি নয়ন হয় যদি ও শ্রাবণ

তবু প্রেমের ঠাই দেবনা মনে।।


Comments

Popular posts from this blog

জ্ঞানী আর মূর্খ

জীবন নামের বৃক্ষ

কুমন্ত্রণা দেয়া শয়তান