বড় মুশকিল

 বড় মুশকিল 

খাদিজা বেগম 


মুশকিল-মুশকিল বড় মুশকিল 

দিল সামলানো হয়ে গেল মুশকিল, 

তোমার আঁখির ঐ যাদুতে 

জ্বলে পুড়ে যাচ্ছে আমার এই দিল।।


তোমার আঁখি আঁখি তো নয়

ওই দুই আঁখি কথা বলা পাখি, 

আমায় যেতে দেয় না দূরে 

কাছে টানে আমায় ডাকি ডাকি।

ওই ডাকেতে সাড়া দিয়ে 

ডেকে ওঠে আমার মনের কোকিল।।


মনে মনে মন টানে খুব 

পাশাপাশি হেঁটে গল্প করি, 

গল্প করার ফাঁকে ফাঁকে 

আলতো করে তোমার ওই হাত ধরি।‌।


চোখাচোখি বসে বসে 

আমি পড়ি তোমার চোখের পাতা,

হালকা হালকা বৃষ্টির জলে 

তোমার মাথায় ধরি আমার ছাতা।

তুমি ছাড়া এই জীবনটা 

ভাবতে গেলেও লাগে জটিল জটিল।।

Comments

Popular posts from this blog

জ্ঞানী আর মূর্খ

জীবন নামের বৃক্ষ

কুমন্ত্রণা দেয়া শয়তান