এই বসন্ত রূপে
এই বসন্ত রূপে
খাদিজা বেগম
গাছে গাছে নতুন পাতা
এই বসন্ত রূপে মুগ্ধ চিত্ত,
ফুল কাননে ফুল ফুটেছে
ফুলে ফুলে অলি করে নৃত্য।।
আম মুকুলে মৌমাছিরা
উড়ে উড়ে ঘুরে ঘুরে বসে,
সেই মুকুলের ঘ্রাণে ঘ্রাণে
মাতাল হয়ে ডুবে রসে রসে।
মৌমাছি আর ওই মুকুলের
দৃশ্য দেখে তোমায় ভাবি নিত্য।।
এই অপরূপ ফাগুণ দিনে
তোমায় বিনে কাটে না তো সময়,
কেমন করে বুঝাই তোমায়
তুমি তুমি করে আমার হৃদয়।।
চারিদিকে বাসন্তী রং
এই বসন্তে একা থাকা কঠিন,
তোমায় ভেবে ঘুম আসে না
বিরহী চোখ শুধু কাঁদে রাত দিন।
আমার জীবন তোমায় ঘিরে
তুমি আমার এই জীবনের বৃত্ত।।
Comments
Post a Comment