মনে পড়ে ভীষণ
মনে পড়ে ভীষণ
খাদিজা বেগম
তুমি এখন কেমন আছো
তোমাকে খুব মনে পড়ে ভীষণ,
তুমি এখন কোথায় আছো
মনের মাঝে তোমার পাবার মিশন।।
স্বপ্নে আসো স্বপ্নে হারাও
খুঁজলে তোমায় পাইনা আমার কাছে,
তোমার নামের গান গাহিয়া
আমার মনের মন পাপিয়া নাচে।
কোথায় আছো দাও বলে দাও
তোমার খোঁজে ব্যস্ত আমার নয়ন।।
তোমায় ভেবে ঘুমিয়ে যাই
স্বপ্নে এসে জাগিয়ে দাও আবার,
তোমায় ভেবে ভেবে আমি
সময় পাইনা আমায় নিয়ে ভাবার।।
তোমার মাঝে মন হারিয়ে
দায় হয়েছে আমার বেঁচে থাকা,
তোমায় ছাড়া প্রাণ চলে যায়
যায়না তো আর দেহের মাঝে রাখা।
মন ঘুমায় না চোখ ঘুমায় না
জেগে জেগে দেখি তোমার স্বপন।।
Comments
Post a Comment