প্রেমের ভূমি
প্রেমের ভূমি
খাদিজা বেগম
লিখে দিলাম প্রেমের ভূমি
দখল নিও তুমি,
ঠিক সময়ে চাষ করিও
আমার প্রেমের ভূমি।।
অনাদরে অবহেলে
রেখোনা তা ফেলে,
ভালোবাসা দিলে বন্ধু
ভালোবাসা মেলে।
আমার জমি হয়না যেন
কভু মরুভূমি।।
প্রেম পিপাসায় ফেটে ফেটে
হয় না যেন চৌচির,
চারিপাশে রেখো তুমি
প্রেম যমুনার প্রাচীর।।
আগাছাতে হয় না যেন
জমির ফসল নষ্ট,
পরগাছাতে দেয় না যেন
আমায় কভু কষ্ট।
অল্প সময় থাকবে কিন্তু
এই মাটিতে মৌসুমী।।
Comments
Post a Comment