বাংলাদেশের মাটি

 বাংলাদেশের মাটি

খাদিজা বেগম


আমারওতো এই মনে চায় ‌

 বৃষ্টির জলে ভিজে হাঁটি,

সবুজ শাড়ি গায়ে পরে 

পায়ে মাখি কাদামাটি।।


লাল আঁচলে কোমর বেঁধে 

মাটি খুঁড়ে বৃক্ষ লাগাই,

সবুজ দিয়ে ভুবন ভরি

আলতা মেখে হাত, পা রাঙ্গাই।

কৃষাণি দের সাথে সাথে 

হাত লাগিয়ে বুনি পাটি।।


ভালোবেসে এই মাটিতে 

থাকি মাটির কাছাকাছি,

নিজের হাতে ফসল ফলাই

থাকি পানির পাশাপাশি।।


মাটি পানি মিলেমিশে 

কাঁদায় কাঁদায় হয় একাকার,

এই কাঁদাতে সৃষ্টি হয় যে 

এই পৃথিবীর সবার আহার।

এই দুনিয়ায় মাটির চেয়ে

আর কিছু নাই নাই রে খাঁটি।।


পানি মাটি যত্নে রাখব 

কেউ করব না তার অপচয়, 

পানি মাটি নষ্ট হলে 

কষ্ট হবে সকল সময়।

এসো আরো বেশি করে 

খালবিল নদী কাটি।।


বর্ষার পানি বন্যার পানি 

আসে না যে ঘর বাড়িতে,

পানির জন্য আর কখনো

না হয় যেন ঘর ছাড়িতে।

সবার জন্য হোক নিরাপদ 

আমার বাংলাদেশের মাটি।।

Comments

Popular posts from this blog

জ্ঞানী আর মূর্খ

জীবন নামের বৃক্ষ

কুমন্ত্রণা দেয়া শয়তান