ভেবে ছিলাম
ভেবে ছিলাম
খাদিজা বেগম
ঘন্টার পরে ঘন্টা ধরে
কথা বলবো আমি তোমার সাথে,
এই ভাবনা ভেবে আমি
হাত রেখেছি তোমার দুটি হাতে।।
এখন তুমি কথায় কথায়
কথার দুয়ার বন্ধ করে রাখো,
একটু উনিশ বিশ হলেই
তুমি মুখে তালা দিয়ে থাকো।
একবারও তো বুঝতে চাও না
আমার কি যে কষ্ট লাগে তাতে।।
দুঃখের কথা শেয়ার করব
সেই ভাবনায় এসেছিলাম কাছে,
এখন দেখি হিসাব ছাড়া
কথা বললে আমার খবর আছে।।
ভেবে ছিলাম ভয়ের সময়
সাহস দেবে চোখ মোছাবে আমার,
এখন দেখি ভয় দেখিয়ে
কাঁদাও আমায় অকারণে বারবার।
পায়ে পায়ে ভুল ধরো রোজ
শত্রুর মতো জ্বালাও দিনে রাতে।।
Comments
Post a Comment