কত ব্যথা পেলে

 কত ব্যথা পেলে 

খাদিজা বেগম 


আরো কত ব্যথা পেলে 

এই হৃদয়ের ব্যথা হবে ভালো? 

আরো কত আঁধার হলে 

এই জীবনে আসবে আবার আলো??


তিলে তিলে ব্যথা দিয়ে

আর মেরো না তোমার শত্রুর মত, 

তুমি ছাড়া বন্ধু নাই তো

এই হৃদয়ে আর করো না ক্ষত।

কষ্টগুলো দূর করে দাও 

বুকের মাঝে সুখের প্রদীপ জ্বালো।।


দুই নয়নের ঝর্না ধারা 

দাও মুছে দাও তোমার দুই হাত দিয়ে,

এই বিরহ সয়না আমার 

দয়া করো যাও আমাকে নিয়ে।।


তোমার প্রেমে রিক্ত করো 

সিক্ত করো করো আমায় শূন্য,

আমার বলে তুমি আছো

আমার সবি শুধু তোমার জন্য।

দয়া করে এই হৃদয়ে 

একটুখানি আনন্দ সুখ ঢালো।


Comments

Popular posts from this blog

জ্ঞানী আর মূর্খ

জীবন নামের বৃক্ষ

কুমন্ত্রণা দেয়া শয়তান