ডিগ্ৰী

 ডিগ্ৰী

খাদিজা বেগম 


শিক্ষিত লোক বড় বড়

 ডিগ্রী নিচ্ছে তাদের পড়ে পড়ে,

যারা যায়নি কোনদিনও 

শিক্ষার জন্য কোন স্কুল ঘরে।।


শিক্ষা হলো ভিতর থেকে 

নৈতিকতা স্নেহ মায়া রাখা,

শিক্ষা হলো কথাবার্তা 

ব্যবহারে বিশ্বস্ততা মাখা।

অশিক্ষিত মূর্খ যারা 

তাদের কথায় অশ্রু ঝরে।।


শিক্ষিত জন সেবক হয়ে 

মানব সেবায় বিলিয়ে দেয় জীবন,

শিক্ষিত লোক সবার সেরা 

তাহার জন্য কান্দে সারা ভুবন।।


অশিক্ষিত মূর্খ লোকে 

লোক ঠকিয়ে হয় লাভবান নিজে,

মূর্খ লোকের কর্মকাণ্ডে 

সহজ সরল মানুষের চোখ ভিজে।

শিক্ষিত জন মরে গিয়েও 

বেঁচে থাকে এই পৃথিবীর তরে।।

Comments

Popular posts from this blog

জ্ঞানী আর মূর্খ

জীবন নামের বৃক্ষ

কুমন্ত্রণা দেয়া শয়তান