আজ কাঁদালে কালকে কাঁদবে
আজ কাঁদালে কালকে কাঁদবে
খাদিজা বেগম
রক্তের বাঁধন হয় না আপন
টাকা পয়সা জমির টানে,
রক্তের বাঁধন শত্রু হয়ে
ক্ষণে ক্ষণে মারে প্রাণে।।
টাকা পয়সা যায়গা জমি
যত দিবে তত ভালো,
তোমার পাওনা হিসাব চাইলে
তুমি হবে কুৎসিত কালো।
আজ কাঁদালে কালকে কাঁদবে
ডুবে যাবে অশ্রুর বানে।।
কিসের নামাজ কিসের রোজা
কিসের সবজি পড় এত,
পর ঠকিয়ে পরের হৃদয়
গড়ছো শত শত ক্ষত।।
ন্যায় বিচারক মহান আল্লাহ
তিনি সাক্ষী তার বিচারে,
পর ঠকিয়ে খেওনা আর
কি জব দিবা তুমি তারে?
সময় থাকতে মেনে চলো
যা বলেছেন তার কোরআনে।।
Comments
Post a Comment