চান্দা বাজি ধান্দাবাজি
চান্দাবাজি ধান্দাবাজ খাদিজা বেগম কর্মী মানেই চান্দাবাজি নেতা মনেই ধান্দাবাজি। এমন যদি হয় রাজনীতি পদে পদে হয় দুর্নীতি। এমন নেতা কর্মী চাই না তাদের চুলায় দিলাম আজি।। দেশের নেতা তারাই হবে যাদের আছে নৈতিকতা, নিজের স্বার্থ ভুলে যারা দেশের জন্য হয় একতা। হৃদয় থেকে মাটি দেবো যারা করবে টেন্ডারবাজি।। যে নেতা খায় চরণ চেটে তেমন নেতা চাইনা কেহ, ওই নেতা চাই যার ভিতরে নৈতিকতা ভরা দেহ।। দল মানে হয় যদি দলের মনোনয়ন পত্র বেঁচা, সেই দল মানে জনগণের বন্দি থাকার একটা খাঁচা। অমন দলকে ভোট দিবো না যারা করে চাপাবাজি।। প্রোমোশন এর কথা বলে দলে দলে যারা খায় ঘুষ, ওই দলীয় প্রাণীগুলো এই সমাজের নয় তো মানুষ। চাকরি দেবার কথা বলে ওরা ঘৃণিত লোক চাকরি বাজি।। বিনা দোষে দোষী করে কথায় কথায় মামলা দিয়ে, দেশ আগাতে পারবে নাতো কলুষিত ওই দল নিয়ে। এই সমাজের সন্ত্রাস ওরা ওদের ব্যবসা মামলা বাজি।। নদী, নালা, খাল দখল বাড়ি, দোকান, জমি দখল, ফসলের মাঠ আর খেলার মাঠ দখল করে...