যখমে যখমে
যখমে যখমে
খাদিজা বেগম
হৃদয় আমার যখমে যখমে
খন্ড খন্ড হয়েছে তোমার প্রেমে,
লন্ডভন্ড করেছো কলিজা
অশ্রু হয়ে তা গলছে ক্রমে ক্রমে।।
ভালোবাসা নয় কোন অপরাধ
ভালোবাসি বলে আমাকে মেরেছ এভাবে,
আপন মানুষ হয়েও কেমনে
চেয়ে দেখো তুমি মেরেছো আমায় কিভাবে?
ভালোবাসা সে তো আত্মার দাবি
আর কত তারে লুকাবো মিথ্যা শরমে??
ভালোবাসা ছাড়া বাঁচে না আত্মা
আত্মা বীহনে কেমনে বাঁচিব বলো না?
ঐ অহংকার বিদ্বেষের পথ
রেখে দিয়ে এসো এক হয়ে হাটি চলনা!
ধনের হিসাব আবীর হিসাব
উঁচু-নিচু সব হিসাব নিকাশ রেখে,
মানুষ হিসাব করি আজ থেকে
মানুষের ত্যাগ আর নৈতিকতা দেখে।
এই পৃথিবী থেকে অকালে হারাবে
আর কত প্রাণ ভুল বিচারের গরমে??
৬+৬+৬+৬+৩
Comments
Post a Comment