মনের ভাঁজে ভাঁজে

 মনের ভাঁজে ভাঁজে 

খাদিজা বেগম 


এত ক্ষত করে গেছো 

তুমি আমার এই হৃদয়ের মাঝে,

খুব যন্ত্রণা হচ্ছে সেথায় 

রক্ত ঝরছে সকাল বিকাল সাঁঝে।।


এমন জায়গায় করছ ক্ষত 

তাতে মলম লাগাবার নাই উপায়,

ধীরে ধীরে কামড়ে কামড়ে 

সেই ক্ষত টা যেন খাচ্ছে আমায়।

সেই ক্ষতটা ভুলে থাকতে 

ডুবে থাকি হাজার রকম কাজে।।


ভালোবাসা দিবে বলে 

এ হৃদয়ে প্রবেশ করে ছিলে,

কোন দোষেতে হৃদয়টারে  

ভেঙেচুরে টুকরা করে দিলে??


ভাঙা হৃদয় নিয়ে আমি 

টেনেহিঁচড়ে চলছি আমার দেহ,

দুঃখ দিলেও তুমি আমার 

তুমি ছাড়া নাইরে আমার কেহ।

অনুভবে অনুরাগে 

তোমাকেই পাই মনের ভাঁজে ভাঁজে।।

Comments

Popular posts from this blog

জ্ঞানী আর মূর্খ

জীবন নামের বৃক্ষ

কুমন্ত্রণা দেয়া শয়তান