কেমন আছেন?
কেমন আছেন ?
খাদিজা বেগম
কেমন আছেন না বলে গো
তুমি কেমন আছো যদি বলতে,
এই আঙ্গুলে আঙ্গুল রেখে
তুমি আমার সাথে যদি চলতে।।
অন্যরকম হতেও পারতো
তোমার আমার এই গল্পটার শেষটা,
আপন করে ধরে রাখার
একটুখানি করতে যদি চেষ্টা।
ফাগুন হাওয়া হয়ে যদি
তুমি আমার ফুলবাগানে দুলতে।।
তোমার হাওয়ায় ভেসে যেতাম
মেঘের মতো দূর আকাশের নীলে,
তোমার তীরে নোঙ্গর ⚓ করতাম
আমায় একটু ভালবাসার দিলে।
মনে মনে শুনতে চাইছি
তোমার মুখে ভালোবাসার কথা,
মনের চাওয়া মনেই রইল
প্রেমের বদলে পেলাম শুধু ব্যথা।
মন বেসেছে এত ভাল
তাই পারিনা তোমায় আজো ভুলতে।।
Comments
Post a Comment